সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকায় ইসরায়েলের ভূমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের এই পদক্ষেপকে তারা ‘সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদারদের এই বাস্তবতা চাপিয়ে দেওয়ার নীতি এবং সিরীয় ভূখণ্ড দখলের প্রচেষ্টা অঞ্চলটিতে আরও সহিংসতা ও উত্তেজনা বাড়াবে।
সম্প্রতি ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির আওতায় গঠিত বাফার জোন দখলে নেয়। এই পদক্ষেপটি আল-আসাদ সরকারের পতনের পর পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং পরে তা সংযুক্ত করে। আন্তর্জাতিক সম্প্রদায়, যুক্তরাষ্ট্র ছাড়া, এই দখলদারিত্বকে অবৈধ বলে বিবেচনা করে।
এদিকে সিরিয়ার লাতাকিয়া বন্দরের কাছে একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নাম প্রকাশ না করা সিরীয় নিরাপত্তা সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে একশ’র বেশি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী দামেস্কও রয়েছে।