ভারতে ধর্ষণের অভিযোগে সিলেটের ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভারতের মেঘালয়ের শিলংয়ে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেটের চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) স্পেশাল অপারেশনে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই ৪ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর যুবলীগের সহ-সভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল।

এ ঘটনায় আরও ২ আসামি পলাতক রয়েছেন। পলাতক ২ জন হলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

শিলং পুলিশ জানায়, সরকার পতনের পর আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের ফ্ল্যাটে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৪ জনকে কলকাতায় গ্রেফতার করা হলেও আরো দুইজন আসামি পলাতক রয়েছেন।

তাদের গ্রেফতারের পর সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয়। তবে বিচারক না থাকায় ২৪ ঘণ্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলং নিয়ে যায় মেঘালয় পুলিশ।

Scroll to Top