বাশার আল আসাদের পতন নিয়ে যে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হবে- দুই সপ্তাহ আগে এটি অনেকের চিন্তারও বাইরে ছিল। বিদ্রোহীরা ইদলিবের ঘাঁটি থেকে যখন অভিযান শুরু করে, তখনও এমনটা কেউ ভাবেনি। আসাদের আকস্মিক পতন সিরিয়ার জন্য অন্যরকম একটি মুহূর্ত। বাশার আল-আসাদের পতনের পর নতুন সিরিয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ এবং তাদের পছন্দের বর্তমান “সঙ্কটজনক পর্যায়ে” পাশে আছে সৌদি আরব।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সিরিয়ার ইতিহাসের এই সংকটময় পর্যায়ে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণ এবং তাদের পছন্দগুলোর প্রতি সমর্থন নিশ্চিত করছে সৌদি। পাশাপাশি সিরিয়ার ঐক্য এবং এর জনগণের সংহতি রক্ষার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানাচ্ছে সৌদি আরব। যাতে দেশটিতে আরও বিশৃঙ্খলার দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা করা যাবে।’

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির জনগণকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, ‘বহু বছর ধরে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের সহ্য করা ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে সহায়তা করতে হবে। সেখানে হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন বিপন্ন হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সৌদি আরব ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, রক্তপাত রোধ করতে এবং সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সম্পদ সংরক্ষণের জন্য গৃহীত ইতিবাচক পদক্ষেপের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, এখন সময় এসেছে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের প্রাপ্য মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করার। নাগরিকদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে হবে। এছাড়া তাদের সব উপাদান দিয়ে অবদান রাখার এবং সিরিয়ার আরব ও আরবের মধ্যে তার সঠিক স্থান পুনরুদ্ধারেরও উপযুক্ত সময় এখন। সূত্র : আল আরাবিয়া।

Scroll to Top