ইসরাইলের মধ্যাঞ্চলে রকেট হামলায় ১৯ জন আহত হয়েছেন। ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবার (২ নভেম্বর) ভোরে লেবানন থেকে তিরা শহরে ওই হামলা চালানো হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করা হয়। দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। লক্ষ্যে আঘাত হানার আগেই কয়েকটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার স্থান থেকে একটি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত এখনও চলমান আছে।
স্থানীয় গণমাধ্যম ও জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা দাবি করেছে, আহতরা অল্প থেকে মাঝারি আঘাতের শিকার হয়েছেন। আর দুই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে, উত্তর ইসরাইলের একটি সংবেদনশীল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে তাদের হামলা ও ওপরে উল্লিখিত হামলা সম্পর্কিত কিনা, রয়টার্স তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।
শুক্রবার রাতে গাজার গণমাধ্যম দফতর জানিয়েছে, হামলা চালানো ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক ভবনে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যার ঘটনাকে ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ বলে মন্তব্য করেছে গাজার সরকারি গণমাধ্যম দফতর।