লেবাননে স্থল হামলা শুরু করলো ইসরাইল

বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান পরিচালনা শুরু করেছে ইসরাইল। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা।

আল জাজিজার প্রতিবেদনে বলা হয়, ইসরাইল বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা শুরু করেছে। বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়ার পরে আশেপাশে বোমাবর্ষণ করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানায়, সোমবার লেবাননে হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন।

যদিও লেবাননে স্থল অভিযান চালানোর ইচ্ছার কথা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছে ইসরাইল। তবে পুরো লেবাননে এই অভিযান চালানোর ইচ্ছা আপাতত নেই তাদের। আংশিক অভিযান চালাতে চায় তারা।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এক বিবৃতিতে জানিয়েছেন, লেবাননে ইসরাইলের অব্যাহত হামলায় এরইমধ্যে প্রায় ১০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

লেবাননে ইসরাইলের নতুন স্থল অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামলাটি চালানো হচ্ছে স্থল, আকাশ এবং কামান বাহিনীর সমন্বয়ে।

Scroll to Top