যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় গতকাল শনিবার (৩১ আগস্ট) থেকে পোলিও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একজন স্বাস্থ্য কর্মকর্তা। তবে একজন সাহায্যকর্মী জানিয়েছেন, আজ রোববার থেকে ব্যাপক আকারে এই তৎপরতা চলবে। এদিকে টিকাপ্রদানের এই কাজকে সামনে রেখে ইসরায়েল ও হামাস সংঘাতের ‘মানবিক বিরতি’তে সম্মত হয়েছে। খবর এএফপির।
গত আগস্ট মাসের শুরুর দিকে ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজায় একজন পোলিও রোগী শনাক্ত হওয়ার পর টিকা প্রদানের এই কর্মসূচি হাতে নেওয়া হয়।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক পরিচালক মুসা আবেদ গতকাল শনিবার বলেন, ‘বিভিন্ন এনজিও ও জাতিসংঘসহ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আজ থেকেই পোলিও টিকাপ্রদান কর্মসূচি শুরু করেছেন।’
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে বেশ কিছু শিশুকে পোলিও টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। মুখে খাওয়ার উপযোগী এসব টিকা প্রদান সম্পন্ন হয় দুটি ডোজের মাধ্যমে।
এ প্রসঙ্গে নিউমোনিয়া নিয়ে চিকিৎসা করতে আসা টিকা গ্রহণকারী তিন বছর বয়সী মেয়েকে নিয়ে হাসপাতালে অবস্থানকারী আমাল শাহীন বলেন, ‘গত ১৭ দিন থেকে আমরা হাসপাতালে অবস্থান করছি, আমার দিনগুলো কাটছে তাকে নিয়ে দুশ্চিন্তার মধ্য দিয়ে। আজ তাকে হাসপাতালের আর সব শিশুর মতো পোলিও টিকা খাওয়ানো হয়েছে।’
এর আগে গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, পোলিও টিকা প্রদানের কাজ সম্পন্ন করতে সহযোগিতার অংশ হিসেবে তিন দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। সে সময় বলা হয়েছিল আজ রোববার থেকে টিকা খাওয়ানোর কাজ শুরু হবে।