জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত, যে দেশগুলো ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে।
নিউইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদপত্রগুলোর কার্যালয়ে গত সোমবার বিকেলে হামলা ও ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকেরা।
এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের কোনো বক্তব্য বা মন্তব্য আছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে দুজারিক বলেন, ‘সাংবাদিকদের তাদের দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। যারা তাদের (সাংবাদিকদের) বিরুদ্ধে সহিংস আচরণ করে, তাদেরকে জবাবদিহির আওতায় আনা উচিত। এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।’