নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে দুটি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে যায়। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ হন। তিনদিন পার হয়ে গেলেও এখনো ৫৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের আর বেঁচে থাকার কোনো আশা নেই। সোমবার (১৫ জুলাই) একজন সিনিয়র নেপালি পুলিশ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে। চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানান, বাসগুলো মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে ছিটকে নিচের নদীতে পড়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন।
ওই দিনই উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেন উদ্ধারকারীরা। তবে সব ধরনের চেষ্টা করেও ৫৫ জনকে উদ্ধার করতে পারেননি তারা।