brazil flood

বন্যায় বিপর্যস্ত বিভিন্ন দেশ, বাড়ছে প্রাণহানি!

ভারি বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। নেপালে গত দুদিনে মারা গেছেন অন্তত ২০ জন। চীনেও প্রায় মাসখানেক ধরে চলা বন্যা থামার কোনো লক্ষণ নেই। এদিকে, বন্যা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও। সবমিলিয়ে বাড়ছে প্রাণহানি।

নেপালে গত কয়েকদিন ধরে চলছে ভারি বৃষ্টি ও বন্যা। এতে গেলো দুদিনেই দেশটিতে মারা গেছেন অন্তত ২০ জন, যার মধ্যে কেবল ভূমিধসেই ১১ জন। বাকি ৯ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

এছাড়া বন্যার কারণে সড়কে যানবাহন আটকে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।

এদিকে, চীনে মাসখানেক ধরে বন্যা চলমান। বুধবার (২৬ জুন) দেশটির সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পূর্বাঞ্চল ও কেন্দ্রের বহু গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে। চরম দুর্ভোগে কৃষকরা। চলমান এ বন্যা থামার কোনো লক্ষণ নেই।

অন্যদিকে, বৃষ্টির পানিতে ভাসছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যও। পানির তোড়ে অঙ্গরাজ্যটির ব্লু আর্থ কাউন্টিতে ভেঙে গেছে বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা; আতঙ্কে বাসিন্দারা। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

এছাড়া, সুইজারল্যান্ড আর স্পেনও ডুবছে বন্যায়। মঙ্গলবার (২৫ জুন) সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বন্যার ভয়াবহতা দেখা যায় সুইজারল্যান্ডের পশ্চিমের শহর মর্গেজে। বিপর্যস্ত স্পেনের মাদ্রিদও। আগামী কয়েক দিনে বন্যার ব্যাপ্তি আরও বাড়তে পারে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ।

Scroll to Top