মাইন বিস্ফোরণে উত্তর কোরিয়ার বহু সেনা ‘হতাহত’

দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে উত্তর কোরিয়ার বহু সেনা ‘হতাহত’ হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফর করার কয়েক ঘণ্টা আগে অসামরিক অঞ্চল বা ডিমিলিটারাইজড জোনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি এক প্রতিবেদনে ল্যান্ডমাইন বিস্ফোরণে ‘মৃত্যুর’ খবর জানিয়েছে। অন্যদিকে এনকে নিউজ ওয়েবসাইট সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে বলেছে, বেশ কয়েকজন সেনা ‘নিহত ও পঙ্গু’ হয়েছেন।

১৯৫০-১৯৫৩ সালের যুদ্ধ সমাপ্তির পর অসামরিক অঞ্চল দুই কোরিয়াকে আলাদা করেছে। দুই উপদ্বীপকে আলাদা করা এর ৪ কিলোমিটার প্রশস্ত ভূমিতে ল্যান্ডমাইন বিছিয়ে দেয়া হয়েছে, যাতে শত্রু সেনাদের অনুপ্রবেশ করা থেকে বিরত রাখা যায়।

জয়েন্ট চিফ অব স্টাপের এক কর্মকর্তা বলেন, ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত উত্তর কোরিয়ার সৈন্যরা ‘অনুর্বর ভূমি’ তৈরি এবং সীমান্তে অতিরিক্ত মাইন বিছানোর কাজ করছিল। তবে কবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

জয়েন্ট চিফ অব স্টাপের কর্মকর্তা আরও বলেন, তাদের কাজের সময় বারবার ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় একাধিক সৈন্য হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ৯ জুন দুই কোরিয়াকে বিভক্তকারী সীমান্ত অতিক্রম করেন উত্তর কোরিয়ার কয়েকজন সেনা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনাদের একটি দল ডিমিলিটারাইজড জোনের সামরিক সীমানা টপকে ভেতরে প্রবেশ করলে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কবার্তা হিসেবে ফাঁকা গুলি ছোড়ে। এরপর উত্তর কোরিয়ার সেনারা নিজেদের সীমানায় ফিরে যায়।

Scroll to Top