ইউক্রেনের ক্রিভি রিগে শহরে রুশ হামলায় ছয়জন নিহত হয়েছে। ওই হামলায় আরো অনেকে আহত হয়েছে বলে বুধবার (১২ জুন) জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
সামজিক যোগযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘আমার শহর ক্রিভি রিগে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ওই হামলায় ছয়জন মারা গেছে। আর আহত হয়েছে ১১ জন।
জরুরী পরিষেবার তোলা ছবি প্রকাশ করেছেন জেলেনস্কি। সেই ছবিতে দেখা যায়, একটি ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে জীবিতদের জন্য ধ্বংসাবশেষ সরাচ্ছে উদ্ধারকর্মীরা।
মিত্রদের কাছে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কি বলেন, ‘আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই আমাদের শহর ও অবস্থানের সুরক্ষা দিতে পারে।