spain12

আইসিজেতে, গাজায় গণহত্যা মামলায় স্পেনের যোগদান

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে করা দক্ষিণ আফ্রিকার মামলায় বাদী হতে চায় ইউরোপীয় দেশ স্পেন। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ।

জানুয়ারিতে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এ মামলার শুনানিতে ইতোমধ্যে আদালত জরুরি পদক্ষেপ হিসেবে দুটি আদেশ দিয়েছেন। যদিও ইসরায়েল তা অগ্রাহ্য করে যাচ্ছে। এর আগে কলম্বিয়া, মিসর ও তুরস্ক আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে এই গণহত্যার মামলায় বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চাই। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতিও আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এ সিদ্ধান্ত নেয়নি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য, যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগিয়ে যাওয়া।

জাতিসংঘের স্কুলে বিমান হামলায় নিহত ৬৪

এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্যে জাতিসংঘের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য গাজার নুসেইরাত এলাকায় অবস্থিত স্কুলটিতে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া বহু বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, এই স্কুল হামাসের ‘আস্তানা’ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এ হামলায় ৬৮ জন নিহত ও ২৩৫ ফিলিস্তিনি আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) এ স্কুলে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলার প্রতিক্রিয়ায় হামাস নেতারা জানিয়েছেন, গাজা যুদ্ধের স্থায়ী সমাধান এবং সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহার প্রয়োজন। তবে ইসরায়েলের প্রতিরক্ষাপ্রধান বলেছেন, আলোচনার সময় যুদ্ধ থামানো হবে না।

যদি নির্বিচার হামলা অব্যাহত থাকে, তাহলে গাজার ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি সর্বোচ্চ ক্ষুধামন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তবে এসব সতর্কবাণীতে কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বরং লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ‘তীব্র অভিযান’ শুরু করার কথা জানিয়েছেন তিনি। এ পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক মিত্ররা।

আন্তর্জাতিক বিচার আদালত থেকে পদত্যাগ ইসরায়েলি বিচারপতির

অন্যদিকে, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্যানেলের ইসরায়েলি বিচারপতি অ্যাহরন বারাক পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাডহক ভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ৮৭ বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ করেন। তাঁর শূন্য আসনে ইসরায়েল কাকে নিয়োগ দেবে, তা এখনও জানা যায়নি। খবর আলজাজিরা ও বিবিসির।

Scroll to Top