ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের রাজপথে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য রোড শো করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন শহরের রাজপথে পদযাত্রা করেন। একই দিনে মোদির রোড শো আর মমতার পদযাত্রা ঘিরে কলকাতায় লোকসভা নির্বাচনী প্রচারণা জমে ওঠে।
গতকাল সন্ধ্যায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রচারণা করেন মোদি।শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করেন মোদি। রোড শোয়ে তাঁর গাড়িতে থাকেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, বিজেপি নেতা শীলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারীর মতো নেতারা। মোদির রোড শো ঘিরে উত্তর কলকাতায় জনতার ঢল নামে। লোকসভা নির্বাচনের লড়াইয়ে প্রথমবার কলকাতায় নির্বাচনী প্রচারণা করেন মোদি।
এর আগে রাজ্যটিতে সফরে এসে একাধিকবার কলকাতায় রাত যাপন করলেও শহরে মোদি কোনো দলীয় কর্মসূচি বা বৈঠকে যোগ দেননি। গতকাল কলকাতায় রোড শো করার আগে বারাসাত ও যাদবপুর লোকসভা আসনে জনসভা করেন মোদি। মোদির রোড শো শুরুর আগে গতকাল বিকেলে উত্তর কলকাতার এন্টালি থেকে মমতার পদযাত্রা আরম্ভ করেন।