ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটের লড়াই আজ সোমবার। কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের আটটি আসনে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর—পশ্চিমবঙ্গে এই আট আসনে আজ নির্বাচন হচ্ছে। আজ ভোট দেবেন ১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ১৭ জন ভোটার। তৃতীয় লিঙ্গের ২৮২ জন ভোটার রয়েছেন। ১৫ হাজার ৫০৭টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গে আজ তারকা প্রার্থীদের জমজমাট লড়াই হচ্ছে। বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরী, রানাঘাটে বিজেপির জগন্নাথ সরকার, বর্ধমান পূর্ব আসনে বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, বর্ধমানের দুর্গাপুরে বিজেপির দিলীপ ঘোষ, বোলপুরে তৃণমূল কংগ্রেসের অসিত মাল, কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আসানসোলে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্নœসিনহা, বীরভূমে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়সহ ৭৫ প্রার্থী আজ লড়ছেন। এর মধ্যে পুরুষ ৫৯ জন, নারী ১৬ জন। সবচেয়ে বেশি প্রার্থী বহরমপুরে, ১৫ জন। রানাঘাট, বর্ধমান পূর্ব ও আসানসোলে ৭ জন করে।