\’মুসলিমদেরও গোমূত্র ব্যবহার করা উচিত\’

যোগ গুরু ও পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব বলেছেন, মুসলিমদেরও গোমমূত্র ব্যবহার করা উচিত। ভারতে চিকিৎসাশাস্ত্রে হিন্দুরা যেভাবে গোমূত্র ব্যবহার করছে, তেমনি মুসলিমরাও ব্যবহার করতে পারে। বাবা রামদেব জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এ বলেন, ‘কোরআনেও বলা হয়েছে চিকিৎসার জন্য গোমূত্র ব্যবহার করা যাবে। পতঞ্জলি নিয়ে কারো কারো অভিযোগ এটা হিন্দুদের কোম্পানি। কিন্তু আমি কি কখনো হামদর্দকে নিয়ে কিছু বলেছি। এটা তো হামিদ পরিবারের ভাইয়েরা শুরু করেছে।’

হামদর্দ ও হিমালয় ওষুধ কোম্পানির পক্ষে তার সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, ‘হামদর্দের জন্য আমার পুরো সমর্থন রয়েছে। এমনকি হিমালয় ড্রাগ কোম্পানির জন্যও। হিমালয় গ্রুপের ফারুক ভাই তো আমার যোগ গ্রামের জন্য জমিও দান করেছেন।’

\"\"

রজত শর্মার জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’ শনিবার সম্প্রচারিত হয়েছে।

৫২ বছর বয়সী যোগগুরু বাবা রামদেবের ১০ হাজার কোটি রুপির সম্পদ রয়েছে বলে জানায় ভারতের প্রভাবশালী সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বাবা রামদেবের বিশাল সম্পতি ও তার পতঞ্জলি নিয়ে দেশে ও দেশের বাইরে অনেক সমালোচনা রয়েছে।

গরুর গোবর দিয়ে সাবান, প্রসাধনী তৈরি ও গোমূত্র দিয়ে বিভিন্ন ওষুধ বানিয়ে থাকে পতঞ্জলি। ভারতে ও ভারতের বাইরে হিন্দুদের মাঝে একটি বিশাল বাজারও রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলাদেশ সময় : ১৩০২ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top