রাখাইনে রাতভর সংঘর্ষ, ৭ মুসলিম রোহিঙ্গা নিহত

মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতভর এই সংঘর্ষ হয়। এতে পুলিশের ৫ সদস্যও নিহত হয়েছে। খবর রয়টার্সের। শুক্রবার সকালে মিয়ানমার সরকার জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা হামলা করে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা ক্যাম্পে গুড়িয়ে দিয়েছে।

এর আগে গতবছরের অক্টোবরে রাখাইনে সর্বশেষ বড় ধরনের সংঘর্ষ হয়। ওই সময়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হন বলে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করে। পরে মুসলিম সংখ্যালঘু রাখাইনে দেশটির সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় তাদের বিরুদ্ধে বহু মুসলিমকে হত্যা, বাড়িঘরে আগুন ও নারীদের ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠে।

জীবন বাঁচাতে নতুন করে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বাংলাদেশের কক্সবাজারে অবস্থান নেয়। ওই ঘটনায় জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top