নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় দেড় লাখ বাংলাদেশ ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব।
উগ্রবাদিতা, নগ্নতা এবং স্প্যাম ভিডিও প্রচার এবং শিশুদের জন্য উপযোগী না হওয়ায় এসব ভিডিও মুছে দেওয়া হয়েছে। শুধু বাংলাদেশি নয়, একই সময়ে সারা বিশ্বের প্রায় ৯০ লাখের বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে।
এত বিশাল সংখ্যক ভিডিও কেন মুছে ফেলল ইউটিউব? গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট বলছে, নিজেদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এসব ভিডিও ও মতামত মুছে ফেলেছে ভিডিও বিনিময়ের সাইটটি। বৃহস্পতিবার ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, তালিকায় আনা মোট ৩০টি দেশের ভিডিও ডিলিট করেছে ইউটিউব। এরমধ্যে সবচেয়ে বেশি ভিডিও ডিলিট করা হয়েছে হয়েছে ভারতের। এ সংখ্যা বিবেচনায়বাংলাদেশের অবস্থান অষ্টম। মুছে ফেলা ৯০ লাখের বেশি ভিডিও উগ্রপন্থা, নগ্নতা এবং স্প্যাম ভিডিও প্রচার করেছে এবং এগুলো শিশুবান্ধব ছিল না।