প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর পুতিনকে অভিনন্দন জানালেন মোদি

রুশ নির্বাচনে জয়ী হয়ে পুনর্নির্বাচিত হওয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত সোমবার অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, “নির্বাচনে আপনার পুনঃবিজয় আপনার প্রতি রুশ জনগণের সমর্থনের একটি পূর্ণ প্রদর্শন। আমি বিশ্বাস করি- আপনার নেতৃত্বে রাশিয়া অবশ্যই জাতীয় উন্নয়ন এবং নির্মাণে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।” চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট।

ইউক্রেনে সামরিক অভিযানের পর গোটা পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার বিরুদ্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে, তখন দেশটির নিন্দা জানানো থেকেও বিরত রয়েছে ভারত। উল্টো রাশিয়ার জ্বালানির সবথেকে বড় বাজারে পরিণত হয়েছে দেশটি। গত দুই বছরে রাশিয়া থেকে শত শত মিলিয়ন ব্যারেল তেল কিনেছে ভারত।

Scroll to Top