দ. কোরিয়া পৌঁছেছেন ট্রাম্প

জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে এয়ার ফোর্স ওয়ানে চেপে পিয়ংটেক এর একটি বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি।

একদিনের সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে গুরুত্ব পাবে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি ও মুক্ত বাণিজ্য চুক্তি ইস্যু। পিয়ংইয়ংইয়ের হুমকি মোকাবিলায় আঞ্চলিক সমর্থন আদায়ের লক্ষ্যে এশিয়া সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ট্রাম্পের সফরের বিরোধিতা করে রাজধানী সিউলে বিক্ষোভ হয়েছে। উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের আগ্রাসী নীতি কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম