গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এটি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত পিকআপটিতে ডিন্ডোরি জেলার দেবরি গ্রামের লোকজন ছিল। তারা একটি অনুষ্ঠানে যোগদান শেষে দেবরি গ্রামের বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন। জানা গেছে, প্রবল বেগে ছুটছিল পিকআপটি। গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উলটে যায় সেটি। ছিটকে পড়েন যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠানে যোগদান শেষে পিকআপে করে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে যানটির চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ৪ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।