ফ্রান্সের ভ্যালেন্সিয়ায় একটি ১৪তলা ভবনে লাগা আগুনের ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার করেছে দেশটির ফায়ার সার্ভিস। এরপর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে তারা।
বিবিসি জানায়, কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান শুরু করেছে, যা একটি পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন বেশি দ্রুত ছড়ায়।
অনলাইনে প্রদর্শিত একটি ভিডিওতে অ্যাপার্টমেন্ট ব্লকে আগুনের প্রথম মুহূর্তগুলো দেখা যাচ্ছে এবং কীভাবে তা ছড়িয়ে পড়ে তা দেখাচ্ছে৷
ভবনের সম্মুখভাগে অত্যন্ত দাহ্য ক্ল্যাডিং আগুন ছড়িয়ে দিতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রয়োজনীয় যেকোনো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি উঁচু আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। বিশাল ভবনের ১৪ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। বহুমানুষ ভেতরে আটকে পাড়ে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভায়।