আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশে ভারি তুষারপাতে সৃষ্ট ভূমিধসে ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবর দিয়েছেন। খবর এনডিটিভির
দেশের বিভিন্ন এলাকায় ভারি তুষারপাতের পর আজ সোমবার এ তুষারধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি কর্মকর্তা জামিউল্লাহ হাশিমি। তিনি বলেন, এখনো তুষারপাত অব্যাহত। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
নুরিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, এখনও তুষারপাত হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
রোববার রাতভর প্রদেশের তাতিন উপত্যকার নাক্রে গ্রামে দিয়ে তুষারপাত হয়। ঘর-বাড়ি গুলোকে দেখে মনে হয় যেন তুষাড়ের চাদরে ঢাকা। বৈরী আবহাওয়া প্রদেশে উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করেছে, হেলিকপ্টারগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় অবতরণ করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তানও আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সীমান্তের কাছে তুষারধসে ১২ জন নিহত হয়।