ভোটের ফল প্রকাশ হলেও, একক সংখ্যাগরিষ্ঠতার অভাবে পাকিস্তানে সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে পিপিপি, পিএমএল-এনসহ অন্য কিছু রাজনৈতিক দল কেন্দ্রে একটি জোট সরকার গঠনে সম্মত হওয়ায় সেই অনিশ্চয়তা কেটেছে। আর এর ফলে আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) আদলে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ছয় দলীয় জোট- পিএমএল-এন, পিপিপি, এমকিউএমপি, পিএমএল-কিউ, আইপিপি এবং বিএপি কেন্দ্রে সরকার গঠনের ঘোষণা দিয়েছে।
নতুন এই জোট সরকারের পিপিপি-পিএমএলএন ছাড়াও রয়েছে আরও চারটি রাজনৈতিক দল। এগুলো হলো মুত্তাহিদা কওমি মুভমেন্ট পার্টি (এমকিউএমপি), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজম (পিএমএলকিউ), ইস্তেকাম-ই পাকিস্তান পার্টি (আইপিপি) এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)।