ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার কিয়েভের পক্ষ থেকে এই দাবি করা হয়।
দক্ষিণপূর্ব রণক্ষেত্রে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের কমান্ডার ওলেক্সান্ডার তারনাভস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা বহনযোগ্য উড়োজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার একটি কেএ-৫২ অ্যালিগেটর অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পর্যালোচনায় বলেছেন, মস্কোর সেনাদের প্রধান মনোযোগ আভদিভকায়। ইউক্রেনীয় সেনারা নিজেদের সরঞ্জাম সরবরাহের রুট উন্মুক্ত রাখার চেষ্টা করছে। শহরটির রাস্তায় রাস্তায় লড়াই চলছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, গত ২৪ ঘণ্টায় আভদিভকা ঘিরে সেনারা শত্রুদের ৪০টি হামলা মোকাবিলা করেছে।
রাশিয়ার দৈনিক পত্রিকা প্রাভদা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আভদিভকা থেকে ৬ কিলোমিটার দূরে একটি গ্রামে গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বিচ্ছিন্ন করার চেষ্টা করছে রুশ সেনারা।