ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের অধিকারী শীর্ষ ১০ দেশ

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরাশক্তিদের সমরাস্ত্রের প্রতিযোগিতা। নিত্য নতুন ক্ষেপণাস্ত্র মজুদ বাড়িয়ে চলছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া ও ইরান।

চলুন জেনে নিই ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের অধিকারী শীর্ষ ১০টি দেশ ও তাদের ক্ষেপণাস্ত্রের নাম-

১. ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর-৩৬এম রয়েছে রাশিয়ারই হাতে। এর পাল্লা ১৬ হাজার কি.মি। এছাড়া ১০ হাজার ৫০০ কি.মি পাল্লার ভয়ঙ্কর আরএস-২৪ ক্ষেপণাস্ত্রও রাশিয়ার অন্যতম শক্তির প্রতীক।

২. দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র ইউজিএম-১৩৩ ট্রাইডেন্ট২। এই ক্ষেপণাস্ত্র ১১ হাজার ৫০০কি.মি দূরে আঘাত হানতে পারে। চীনের দীর্ঘতম ক্ষেপণাস্ত্রের চেয়ে পাল্লা কম হলেও, মার্কিন অস্ত্রাগারে মজুত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আমেরিকাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তির স্বীকৃতি দিয়েছে।

৩. ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে চীন পৃথিবীতে তৃতীয় স্থানে চীনা ক্ষেপণাস্ত্র ডংফেং-৫এ-এর পাল্লা ১৩ হাজার কিলোমিটার।

৪. ফ্রান্স চতুর্থ বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তি।
ফরাসি ক্ষেপণাস্ত্র এম-৫১, দশ হাজার কি.মি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি।

৫. ব্রিটেনকে বিশ্বের পঞ্চম বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তি বলে মনে করা হয়। তবে ব্রিটেনের নিজস্ব ক্ষেপণাস্ত্র সে ভাবে উল্লেখযোগ্য নয়। বিভিন্ন ভয়ঙ্কর মার্কিন ক্ষেপণাস্ত্র ব্রিটেনের অস্ত্রাগারে রয়েছে।

৬. ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তি। ভারতের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় ৬ হাজার কি.মি দূরে আঘাত হানতে পারে।

৭. বিশ্বের সপ্তম বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তি হল ইসরায়েল। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৮০০ কি.মি। কিন্তু ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল সম্ভার এবং তাদের নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা ইসরায়েলকে অন্যদের চেয়ে এগিয়ে দিয়েছে।

৮. ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বে অষ্টম স্থানে পাকিস্তান। পাকিস্তানের ঘাউরি-২ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার ৩০০ কি.মি। ২০১৫ – ১১ ডিসেম্বর পাকিস্তান সফলভাবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার শাহিন-৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষ করেছে। ব্যালিস্টিক এ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২ হাজার ৭৫০ কি.মি।

৯. পৃথিবীর নবম বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তি এখন ইরান। সে দেশের শেহবাব-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কি.মি।

১০. ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বে দশম স্থানে রয়েছে উত্তর কোরিয়া। তাদের টপে-ডং ক্ষেপণাস্ত্রের পাল্লা ৬ হাজার ৭০০ কি.মি।

তালিকাটি তৈরি করা হয়েছে মূলত, ক্ষেপণাস্ত্রের সাহায্যে কত দূরে আঘাত হানতে সক্ষম একটি দেশ, সে দেশের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা কত, অস্ত্রাগারে কত রকমের এবং কত সংখ্যায় রয়েছে ক্ষেপণাস্ত্র, সেগুলি কতটা নির্ভুল লক্ষ্যে আঘাত হানে-এই সব নানা বিষয় বিচার করে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top