মার্কিন সৈন্য অপসারণে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরাক

ইরাকে নিয়োজিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনের ভবিষ্যত নির্ধারণে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাকের সরকার। আলোচনার মাধ্যমে ইরাক থেকে মার্কিন সৈন্যদের বিদায় নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরার।

আজ বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) এক বিবৃতিতে ইরাক সরকার জানায়, ইরাকে মার্কিন সৈন্যরা কতদিন অবস্থান করবে তা নির্ধারণ করতে একটি সময়সীমা বেঁধে দেয়ার লক্ষ্যেই আমরা আলোচনায় বসতে যাচ্ছি। ইরাক থেকে মার্কিন সৈন্যদের বিদায়ের আগ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।

এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন জানান, ২০২৩ সালের আগস্টে রাজি হওয়া একটি সামরিক কমিশনের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার মধ্য দিয়ে ইরাক ও যুক্তরাষ্ট্রের মাঝে একটি টেকসই দ্বিপাক্ষিক নিরাপত্তা অংশীদারিত্বের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইরাক সরকারের ভাষ্য হচ্ছে ইসলামিক স্টেট নির্মূল হয়েছে এবং দেশটিতে মার্কিন সৈন্য থাকার কোনো কারণ নেই। তবে ইরাক সরকার কোয়ালিশনের অন্তর্ভুক্ত দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে আগ্রহী।

ইরাকে মার্কিন সৈন্যদের উপস্থিতি দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়মিত হামলার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরাক ও যুক্তরাষ্ট্র সরকার আলোচনাটি সমাপ্ত হতে বেশ ক

Scroll to Top