ইউক্রেনের যুদ্ধবন্দিদের বহনকারী রাশিয়ার সেই প্লেনটির কেউই বেঁচে নেই। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বহনকারী প্লেন বিধ্বস্তের ঘটনায় এর সব আরোহী নিহত হয়েছেন।
রুশ সামরিক বাহিনীর আইএল-৭৬ মডেলের একটি পরিবহন প্লেন বুধবার (২৪ জানুয়ারি) মস্কো সময় বেলা ১১টার দিকে পশ্চিম বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি, ছয়জন ক্রু এবং তিনজন এসকর্ট ছিলেন।
ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে বিনিময়ের লক্ষ্যে যুদ্ধবন্দিদের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল। প্লেনটি কোরোচানস্কি জেলায় বিধ্বস্ত হয়ে একটি জনবহুল এলাকার কাছে মাঠের মধ্যে পড়েছিল। ঘটনাস্থলটি ঘিরে রেখে জরুরি পরিষেবাগুলো নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। প্লেন বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে। কিয়েভের কিছু সূত্র বলছে, আইওয়ান-৭৬ নামে প্লেনটি ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করেছে।
ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় বলছে, ওই উড়োজাহাজে রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষার জন্য মিসাইল নেওয়া হচ্ছিল। তবে তারা যুদ্ধবন্দিদের বিষয়ে কিছু উল্লেখ করেনি।