ইরান জানিয়েছে, সিরিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের সদস্যদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন ইরানি সৈন্য মারা গেছেন বলেও জানিয়েছে দেশটি।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের বেশ কয়েকজন সদস্য নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সকালের দিকে দামেস্কের মাজ্জেহ এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এলাকাটিতে লেবানন এবং ইরানসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।
গত সপ্তাহে ইরাকের ইরবিলে ইসরালের গোয়েন্দা সংস্থা মোসাদের দপ্তরে হামলা চালিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সেই হামলার প্রতিশোধ নিতেই ইসরায়েল আজ সিরিয়ায় ইরানের দূতাবাসের কাছে হামলা চালিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
আল জাজিরা বলেছে, যে আবাসিক ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে, সেখানে বিপ্লবী গার্ডের গোয়েন্দা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তবে তিনি নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ব্রিটেনভিত্তিক বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ভবনটিতে ‘ইরান সংশ্লিষ্ট নেতারা’ বৈঠক করছিলেন বলে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন। এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘চারতলা ভবনটির একটি কক্ষে ইরানি নেতারা বৈঠক করছিলেন। হামলায় পুরো ভবনটি ধসে পড়েছে। পাঁজচন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।’
সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের সদস্যদের লক্ষ্য করে গত কয়েকদিন ধরেই হামলা চালাচ্ছে ইসরায়েল। গত মাসে ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল সৈয়দ রাজী মৌসাভী নিহত হন।