ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে ৩৯০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) এক প্রেস নোটে হামাস জানিয়েছে, ইসরাইলের ১০০ দিনের আগ্রাসনে ৩৯০টির বেশি স্কুল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে যার মধ্যে আল-ইসরা ও গাজার ইসলামি বিশ্ববিদ্যালয়ে নতুন করে বোমাবর্ষণ করা হয়।
হামাস আরো বলেছে, গাজা উপত্যকায় স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস করে ইসরাইল যুদ্ধাপরাধ করেছে। পাশাপাশি তারা মানবজীবনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় সব উপাদান ধ্বংস করে অপরাধী আচরণ করে চলেছে। ইসরাইল অত্যন্ত পরিকল্পিতভাবে গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফিলিস্তিনের জাতীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে।
গাজায় চালানো অপরাধযজ্ঞের বিষয়ে ইসরাইলকে বিচারের আওতায় আনার জন্য হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। হামাস একইসাথে বলেছে, “আমরা বিশ্বাস করি আমাদের জনগণ তাদের দৃঢ়তা, ত্যাগ ও প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত নস্যাৎ করে দেবে।”