সোমালিয়া উপকূলের কাছাকাছি এলাকা থেকে দুই মার্কিন মেরিন সেনা নিখোঁজ হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এ তথ্য জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বিবৃতি তুলে ধরে গণমাধ্যম ‘ইউএসএনআই নিউজ’ জানিয়েছে, সোমালিয়া উপকূলে সাগরে অবস্থানকালে মার্কিন নৌবাহিনীর দুই সেনা হারিয়ে গেছে।
এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। গত বৃহস্পতিবার বিকেলে তারা নিখোঁজ হলেও শুক্রবার বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করলেও মেরিন সেনারা কোন জাহাজে ছিলেন বা তাদের নাম কী তা প্রকাশ করেনি সেন্টকম। তবে এটুকু বলা হয়েছে যে, নিখোঁজ মেরিন সেনারা ৫ম নৌবহরে মোতায়েন ছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, তল্লাশি চালানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত নিখোঁজ দুই মেরিন সেনা সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হবে না।
গত ১৭ অক্টোবর থেকে ইয়েমেনের প্রতিরোধ সংগঠন হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী দখলদার ইসরাইল অভিমুখী জাহাজগুলো আটকে দেওয়ার পদক্ষেপ নেয়ার পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে সামরিক জাহাজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে সন্ত্রাসবাদী মার্কিন সামরিক বাহিনী।