মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলের কাজমে পৌরসভায় একটি পার্টিতে বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। স্থানীয় সময় শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোনোরা রাজ্যের প্রসেকিউটর অফিস জানায়, প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি অপরাধী গোষ্ঠীর নেতার বিরুদ্ধে হামলাটি চালানো হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে নারীহত্যা, হত্যাসহ বিভিন্ন অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মেক্সিকোতে মাদক সংক্রান্ত সহিংসতায় ২০০৬ সাল থেকে ৪ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত ১৭ ডিসেম্বর মেক্সিকোর গুয়ানজুয়াতো রাজ্যে বড় দিনের এক পার্টি বন্দুক হামলায় ১১ জন নিহত হন।