মাঝপথে অবতরণ করে এয়ারলাইন্স বললো, ‘বাসে চলে যান’!

দুবাই থেকে ছেড়ে এসেছে ফ্লাইট। গন্তব্য পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহর। কিন্তু আকাশে কুয়াশার পরিমাণ বেশি হওয়ায় লাহোর বিমানবন্দরে অবতরণ করলেন পাইলট। এরপর যাত্রীদের বলা হল- বিমান যেতে পারছে না, তাই বাসেই যেতে হবে বাকি পথ! লাহোর থেকে রহিম ইয়ার খান বাসে ৮ ঘন্টার যাত্রা। আজ শনিবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এমন কাণ্ড ঘটিয়েছে।

তবে যাত্রীরাও সহজে ছেড়ে দেয়ার পাত্র নন। বিমান থেকে নামার জন্য তাদের বলা হলেও কেউ নামেনি। বসেছিলেন ভেতরেই। শেষমেশ কর্তৃপক্ষ উপায় না দেখে বিমানের ভেতরের এয়ারকন্ডিশনার বন্ধ করে রাখে! এতে দম বন্ধ হওয়ার পরিবেশ তৈরি হয়। ফ্লাইটে বড়দের সাথে শিশুরাও ছিল।

যাত্রীদের দাবি হচ্ছে, এই বিমান না গেলেও অন্য ডমেস্টিক ফ্লাইটে তাদেরকে পৌঁছে দিতে হবে। সর্বশেষ তারা কিছুটা নমনীয় হয়ে রহিম ইয়ার খানের পাশের শহর মুলতান পর্যন্ত পৌঁছে দিলে সন্তুষ্ট থাকবেন বলে জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৪  নভেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top