নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ প্লাটোতে এক হামলার ঘটনায় ১৬ জন নিহত হয়েছে।
গত রোববার নাইজেরীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে করা আন্তর্জাতিক এক বার্তা সংস্থার প্রতিবেদন সূত্রে এ খবর জানিয়েছে রয়টার্স। প্লাটোতে প্রায়ই পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবারের ঘটনাটি ঘটেছে স্থানীয় মুশু গ্রামে।
হামলা সংগঠিত হওয়া গ্রামের বাসিন্দা মার্কুস আমরোডু এএফপিকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জোরে গুলির শব্দ হল। হামলার পর লোকেরা লুকিয়েছিল। কিন্তু হামলাকারীরা আমাদের অনেককে ধরে ফেলে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।’ নাইজেরিয়ার বেশিরভাগ মুসলমান উত্তরাঞ্চলে ও খ্রিস্টানরা প্রধানত দক্ষিণাঞ্চলে বাস করে। এই দুই অঞ্চলের মধ্যে বিভাজন রেখা রয়েছে। বছরের পর বছর ধরে উভয়পক্ষের মধ্যে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছে।
রাজ্যেটির গভর্নর কালেব মুতফওয়াং এ হামলাকে ‘বর্বরোচিত, নৃশংস এবং অযাচিত’ বলে নিন্দা করে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তার মুখপাত্র গিয়াং বেরে সাংবাদিকদের জানিয়েছেন। বেরে গভর্নরকে উদ্ধৃত করে আরও বলেন, ‘নিরপরাধ নাগরিকদের ওপর চলমান হামলা রোধে সরকার সক্রিয় পদক্ষেপ নেবে।’