পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির আগামী নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমানে তিনি আদিয়ালা জেলে বন্দী। বুধবার এ কথা জানিয়েছেন পিটিআই দলের আইনজীবি। খবর ডনের।
আজ আদিয়ালা কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আলী জাফর বলেন, ‘ইমরান খান সাহেব জানাতে চান, তিনি পাকিস্তানের অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
তিনি বলেন, তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর আইএইচসি তার রায় প্রকাশ করতে চলেছে। আমরা আশা করি যে শীঘ্রই রায় ঘোষণা করা হবে কারণ (নির্বাচনের) তফসিল প্রকাশিত হয়েছে। রায় পিটিআইয়ের পক্ষে হবে বলে আশাবাদী এই আইনজীবী।
ব্যারিস্টার জাফর বলেন, দেশ নির্বাচন মোডে প্রবেশ করায় সকল পিটিআই কর্মীদের তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যতদিন পিটিআই প্রার্থীরা উদ্বিগ্ন, জেলে থাকা আমাদের কর্মীরা, যারা এই কঠিন সময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে শতভাগ মনোনয়ন বরাদ্দ করা হবে। বাকি প্রার্থীদেরও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের নাম ঘোষণা করা হবে।’