রুশ-বিরোধী যুদ্ধে ইউক্রেনের ৩ লাখ ৮৩ হাজার সেনা হতাহত হয়েছে

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত কিয়েভের তিন লাখ ৮৩ হাজার সেনা হতাহত হয়েছে। পুরো যুদ্ধক্ষেত্রে রাশিয়া এখন কর্তৃত্ব করছে বলেও তিনি জানান।

গতকাল (মঙ্গলবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শোইগু বলেন, রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ১৪ হাজার ট্যাংক, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল এবং আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার হারিয়েছে। এর পাশাপাশি ৫৫৩টি যুদ্ধবিমান, ২৫৯টি হেলিকপ্টার এবং ৮৫০০ মর্টার ও রকেট লঞ্চার ধ্বংস হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন যত সেনা হারিয়েছে তার অর্ধেক হারিয়েছে গত জুন মাসে কথিত পাল্টা অভিযান শুরুর পর থেকে। অথচ অনেক বেশি খরচের এই যুদ্ধে ইউক্রেনের সেনারা এক ইঞ্চি ভূমিও উদ্ধার করতে পারেনি যা সম্প্রতি কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা স্বীকার করেছেন।

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন- যে লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু হয়েছিল তা পূরণ না হওয়া পর্যন্ত মস্কো তার মিশন শেষ করবে না। তিনি বলেন, রাশিয়াকে পরাজিত করার বিষয়ে কিয়েভ এবং তার পশ্চিমা মদদ দাতাদের মধ্যে যে খায়েশ ছিল তার চুরমার হয়েছে।

Scroll to Top