ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত সাংবাদিকের সংখ্যা প্রায় ১০০ জন পৌছেছে। গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার ঘোষণা করেছে যে ৭ অক্টোবর গাজা উপত্যকায় \”নৃশংস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হাতে নিহত সাংবাদিকের সংখ্যা ৯৭ জনে দাঁডিয়েছে। গাজার দক্ষিণে রাফাহ অঞ্চলে একটি বাড়িতে বোমা হামলার সময় সর্বশেষ নিহত হন আদেল জোরোব।
গাজার কর্মকর্তারা বলেছেন, \”ইসরায়েলের দখলদার কর্তৃপক্ষ সত্যকে আড়াল করার চেষ্টা এবং বিশ্বের কাছে গাজার প্রকৃত সংবাদ ও তথ্য সরবরাহে বাধা দেওয়ার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে।\”
গত ৭ অক্টোবর থেকে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে সেখানে এখন পর্যন্ত, ১৯,৪৫৩ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু এবং মহিলা এবং ৫২,২৮৬ জন আহত হয়েছেন।