গাজায় আরো একটি হাসপাতাল ধ্বংস : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইসরায়েলের অব্যাহত হামলায় আল-শিফার পর এবার গাজায় ধ্বংস হল আরেকটি হাসপাতাল। উত্তর গাজায় কামাল আদওয়ান নামের ওই হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত আটজন রোগীর মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গতকাল রোববার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, কামাল আদওয়ান নামের ওই হাসপাতালে অন্তত আট জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে একটি নয় বছরের বাচ্চাও রয়েছে।

ডাব্লিউএইচও জানায়, এ ঘটনায় বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে। হামলায় যারা পালাতে পারেননি তাদেরই মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, যে হাসপাতালটি ধ্বংস হয়েছে, সেটি খুব বড় নয়। গাজায় বেহাল স্বাস্থ্য কাঠামোর মধ্যে আরও একটি হাসপাতাল ধ্বংস হওয়ায় পরিস্থিতি ভয়াবহতার চরম মাত্রায় পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে দ্রুত সংঘর্ষ-বিরতির দাবি করেছে ডাব্লিউএইচও।

তবে এ হামলার আগে ইসরায়েল জানিয়েছিল, ওই হাসপাতালে তারা অস্ত্রসহ ৮০জন হামাস সমর্থককে পেয়েছে। ইসরায়েল সেনাদের বিবৃতিতে, হাসপাতালে ঢোকার আগে তারা ভিতর থেকে সমস্ত রোগীকে বার করার সুযোগ দিয়েছে।

Scroll to Top