ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাছাড়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় সময় গত শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরে এ হামলা চালান বিদ্রোহী বালুচ যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলিরেজা বলেন, রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার চারশ\’ কিলোমিটার (৮৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমের রাস্ক শহরে শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেকে।
তিনি আরও বলেন, হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়। সুন্নি জিহাদি জইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে।
এর আগে ওই গোষ্ঠীটি একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্যকে হত্যা করেছে।