গাজার উদ্বাস্তুদের জন্য ৫০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা কাতারের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শরণার্থী ও উদ্বাস্তুদের জন্য ৫০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে কাতার। বুধবার (১৩ ডিসেম্বর) জাতিসংঘ শরণার্থী সংস্থার এক বৈশ্বিক ফোরামে এই অনুদান ঘোষণা করেছেন দেশটির কর্মকর্তারা।

গত দুই মাসে ইসরায়েলের বর্বর ও নির্বিচার হামলায় গাজার ২৩ লাখ অধিবাসীর ১৯ লাখই এখন উদ্বাস্তু তথা শরণার্থী হিসেবে বসবাস করছে। এসব শরণার্থীদের সহযোগিতার লক্ষ্যে বুধবার গ্লেবাল রিফিউজি ফোরামের আয়োজন করে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

ফোরামে অধিকৃত ফিলিস্তিনে ক্রমবর্ধমান বিপর্যয়কর পরিস্থিতি থামাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। সেই সঙ্গে গাজার উদ্বাস্তুদের জন্য সহায়তার জন্য অনুদান ঘোষণা করে।

Scroll to Top