ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় মধ্য গাজা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আকাশ, স্থল, এমনকি সমুদ্রপথেও হামলা চালাচ্ছে সেখানে। মানুষজন মাথার ওপরে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের শব্দ শুনতে পাচ্ছে।
দেইর এল-বালার কিছু আবাসিক এলাকাতেও আঘাত হেনেছে ইসরায়েলি বিমান। সেখানে অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে সব লাশ বের করতে পারেনি।দেইর এল-বালাহ ও মধ্য গাজা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। লোকজন দক্ষিণে যাওয়ার চেষ্টা করছে এবং ইসরায়েলি বাহিনীর নির্দেশের জন্য অপেক্ষা করছে। কিন্তু তাদের যাওয়ার জন্য কোনো নিরাপদ জায়গা নেই।
ইসরায়েলের হামলায় উত্তর গাজা ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ সোমবার দক্ষিণ গাজায় খান ইউনিসেও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পাশাপাশি সেখানে স্থল অভিযানও চালানো হচ্ছে।