যুক্তরাষ্ট্রে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ১৪৫ শিশু। চীনে শিশুদের মধ্যে ‘রহস্যময়’ নিউমোনিয়ার প্রকোপ দেখা দিলে এর প্রভাব পড়েছে যূক্তরাষ্ট্রেও। চীনের পরিসংখ্যান দেখে নতুন কোনো মহামারীর আতঙ্ক যখন দানা বাঁধতে শুরু করেছে, তখন একসাথে যূক্তরাষ্ট্রেও আক্রান্ত হয়েছে অনেকে।
যুক্তরাষ্ট্রের ওহাইও প্রদেশের ওয়ারেন কাউন্টিতে বর্তমানে নিউনমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ১৪৫। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে।
চিকিৎসকেরা প্রাথমিক পর্যায়ে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের বাড়িতে থাকার পরামর্শই দিয়েছেন। সাধারণ অ্যান্টিবায়োটিকেই এর চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন তারা। নিউমোনিয়ায় আক্রান্ত কারও মৃত্যুর খবরও এখনো পাওয়া যায়নি।