দক্ষিণ লেবাননে আল-মায়াদিন টিভি চ্যানেলের দুই সাংবাদিককে হত্যা করেছে দখলদার ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ তাদের টিভি চ্যানেলের একদল সাংবাদিকের ওপর বোমা ও গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।
এর ফলে দুইজন সাংবাদিক শহীদ হন। তারা হলেন রিপোর্টার ফারাহ উমার ও ক্যামেরাপার্সন রবিউল মা\’মারি। এর আগেও দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় এক লেবাননি সাংবাদিক শহীদ হয়েছেন। এ নিয়ে গাজা ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৬০ জনের বেশি সাংবাদিক শহীদ হলেন।
এদিকে, লেবাননি সাংবাদিক হত্যার তাৎক্ষণিক জবাব দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। অবৈধ ইহুদি বসতি আল-মানারা\’র কাছাকাছি একটি সামরিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ঐ ভবনে ইসরাইলি সামরিক বাহিনীর গুপ্তচর ইউনিটের সদস্যরা অবস্থান করছিল। সেখানে নিখুঁতভাবে আঘাত হানে দু\’টি গাইডেড মিসাইল।
ক্ষেপণাস্ত্র দু\’টির নিখুঁত আঘাতের কারণে বলা হচ্ছে, ভবনে অবস্থানকারী ইহুদিবাদীদের সবাই প্রাণ হারিয়েছে। এছাড়া, দুই সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস।