ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আল-শিফা হাসপাতালে ঢুকে অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলও নিশ্চিত করেছে, তারা আল-শিফা হাসপাতালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে। আজ বুধবার (১৫ নভেম্বর) হাসপাতাল ক্যাম্পাসে ইসরাইলি ট্যাংক ও বুলডোজার প্রবেশ করেছে বলে জানিয়েছেন আল-শিফার একজন ডাক্তার।
সামাজিকমাধ্যমের এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, চিকিৎসা দল এবং আরবি ভাষাভাষীদের অন্তর্ভুক্ত করে গঠিত তাদের বাহিনী এ অভিযান চালাচ্ছে। এ ছাড়া জটিল ও সংবেদনশীল এই পরিবেশে অভিযান চালাতে প্রস্তুত হওয়ার জন্য ওই দলটি নির্দিষ্ট প্রশিক্ষণ নিয়েছে বলেও দাবি করা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা \’আল-শিফা হাসপাতালের নির্দিষ্ট অংশে\’ হামাসের সাথে লড়াই করছে। তবে হাসপাতালে তাদের কোনো যোদ্ধা নেই বলে জানিয়েছে হামাস।
হাসপাতালে প্রবেশ করার আগে ইসরাইলিরা সেখানে ঢোকার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। তারা আরো জানায়, কেউ যেন দরজা বা জানালা বা গেটের কাছাকাছি না থাকে। কারণ ইসরাইলের বিশেষ বাহিনী ওই মেডিক্যাল কমপ্লেক্সে ঝটিকা হামলা চালানোর পরিকল্পনা করছে।
তারা জানায়, হাসপাতালের ভেতরে থাকা হামাসের সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য তারা সেখানে প্রবেশ করছে।