গাজার সবচেয়ে বড় হাসপাতালটি রক্ষা করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, আল শিফা হাসপাতালকে লক্ষ্য করে যেন ইসরায়েলি সেনারা সরাসরি হামলা না চালায়। এদিকে গাজার বৃহত্তম হাসপাতালের প্রবেশপথে এরই মধ্যে ইসরায়েলি ট্যাংক পৌঁছে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমার আশা থাকবে যে হাসপাতালগুলোতে ইসরায়েলিরা তাদের অনুপ্রবেশ কমাবে এবং এই বিষয় নিয়ে আমরা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখব।
এছাড়া জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বাইডেন। এসময় হাসপাতালগুলো সুরক্ষিত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, গাজায় ইসরায়েলের অবিরাম হামলার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডটির সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফা হাসপাতাল এখন প্রায় কবরস্থানে পরিণত হয়েছে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনকি হাসপাতালে মৃতদের দাফন করতে পারছে না বলেও জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও জ্বালানিসংকটের কারণে ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। জ্বালানিসংকটে জেনারেটর বন্ধ থাকায় সেখানকার সবচেয়ে বড় হাসপাতালের ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত নবজাতকও রয়েছে।