বিষাদে মিলিয়ে গেছে বিয়ের আনন্দ। রক্তে রঙ্গিন বিয়ে বাড়ি। ট্রান্সফর্মার বিস্ফোরণে এক শিশুসহ ১১ জনের নির্মম মৃত্যুতে চারিদিকে কান্নার রোল৷ বাতাসে মানুষের চামড়া পোড়া গন্ধ।
ঘটনার কেন্দ্র রাজস্থানের কথৌলি গ্রাম৷ রাজধানী জয়পুর থেকে বেশি দূরে নয় এই এলাকা৷ এখানেই ঘটেছে ভয়াবহ সেই দুর্ঘটনা৷ গ্রামজুড়ে শোকের আবহ৷ বিয়ের আনন্দ মিলিয়ে গেছে বিষাদের সুরে৷
বিয়ে বাড়িতে এমন দুর্ঘটনার খবর পেয়ে দিল্লি যাওয়া স্থগিত করেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া৷ জয়পুর হাসপাতালে আহতদের দেখতে যান তিনি৷ এদিকে নিহতদের পরিবার প্রতি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার৷ কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে কমিটি৷
শোকাবহ পুরো কথৌলি গ্রাম। ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটনাস্থলে এখনো পড়ে আছে নিহতদের দেহের পোড়া অংশ৷ এ দুর্ঘটনার শিকার হয়েছেন অন্তত ২২ জন৷
জানা গেছে, বিয়ে বাড়িতে থাকা ট্রান্সফর্মারটি ছিল বেশ পুরানো৷ বিয়ে অনুষ্ঠানের মাঝেই এটির বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎই প্রবল শব্দে বিয়ে বাড়িতে শুরু হয় হুড়োহুড়ি৷ পরে দেখা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের৷ আহত হয়েছেন বেশ কয়েকজন৷ কিছুক্ষণ পর আবারও বিকট শব্দে কেঁপে উঠে পুরো বাড়ি। এতে আরও কয়েকজনের মৃত্যু হয়৷ গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কোনওরকমে ভিড় সামাল দেয়৷ বিদ্যুৎ বিভাগের কর্মীরা প্রাথমিকভাবে খতিয়ে দেখেছেন ফেটে যাওয়া ট্রান্সফর্মারটি৷
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে