শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল মরক্কো, নিহত ৫

সংগৃহীত ছবি

মরক্কোর মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহতের সম্ভাবনা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মরক্কোর মধ্যাঞ্চলে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে। এরই মধ্যে মারাকেশের পুরোনো শহর থেকে ক্ষয়ক্ষতির খবর এসেছে। যেখানে রয়েছে লাল দেওয়াল ও আঁটসাঁট রাস্তা। এটি ইউনোস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে।