পাকিস্তানে একাধিক বোমা হামলায় নয়জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে, রাস্তার ধারে বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়, যাদের মধ্যে একজন স্থানীয় রাজনীতিবিদ ছিলেন। সবাই গাড়িতে ছিল। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক বোমা হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হায়দার আলীর মতে, বেলুচিস্তান প্রদেশের কেচ শহরে সোমবারের হামলায় সাতজন নিহত হয়েছেন।
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে, রাস্তার ধারে বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়, যাদের মধ্যে একজন স্থানীয় রাজনীতিবিদ ছিলেন। সবাই গাড়িতে ছিল। হামলার পেছনে কারা ছিল তা জানা যায়নি।
হামলায় নিহত রাজনীতিবিদ ইসহাক ইয়াকুবের নেতৃত্বে বেলুচিস্তান আওয়ামী পার্টি। বৈষম্যের অজুহাতে বছরের পর বছর ধরে বেলুচিস্তানে ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী দলগুলো এ ধরনের হামলা চালিয়ে আসছে। তারা প্রদেশের সম্পদ এবং সম্পদের ন্যায্য অংশের জন্য দাবি করে আসছে।
কাছের একটি গাড়িতে থাকা এক দম্পতি বিস্ফোরক ভর্তি গাড়ি বোমার আঘাতে নিহত হয়েছেন।
একটি সাবেক পাকিস্তানি তালেবান ঘাঁটি ছিল বোমা হামলার স্থান। রেহমন্ত উল্লাহ নামে একজন স্থানীয় কর্মকর্তার মতে, উত্তর ওয়াজিরিস্তানেও একটি বোমা হামলা হয়েছে, যা উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত এবং আফগানিস্তানের সীমান্তবর্তী।
কে ওই এলাকায় বোমারু বিমান পাঠিয়েছে তা জানা যায়নি। তবে কর্তৃপক্ষ বিশ্বাস করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), নিষিদ্ধ পাকিস্তানি তালেবান। কারণ গত বছর থেকে তারা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা বাড়িয়েছে।
সূত্র : আলজাজিরা