তোশাখানা মামলায় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে “দুর্নীতিচর্চার” অভিযোগ প্রমাণিত হয়েছে, আদালত তার রায়ে উল্লেখ করেছে। শনিবার ইসলামাবাদের একটি আদালত এই রায় দেন।
ইমরান খানকে এক লাখ রুপি জরিমানাও করেছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসআই) হুমায়ুন দিলাওয়ারের মতে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, যিনি আজ এই মামলায় রায় দিয়েছেন।
বিচারকের মতে, ইমরান খান ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনে ভুয়া নথি পাঠিয়েছেন। তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
নির্বাচনী আইনের ১৭৪ ধারা অনুযায়ী বিচারক পিটিআই নেতাকে তিন বছরের কারাদণ্ড দেন।