সৈকতে ভেসে এল ট্যাঙ্কারের মতো গোলাকার দৈত্যাকার বস্তু

সৈকতে ভেসে এল ট্যাঙ্কারের মতো গোলাকার দৈত্যাকার বস্তু
সৈকতে ট্যাঙ্কারের মতো দৈত্যাকার বস্তু - সংগৃহীত ছবি

কত কী পড়ে থাকতে দেখা যায় সমুদ্রসৈকতে। তাই বলে দৈত্যাকার চেহারার ধাতব বস্তু? এমনই এক ঘটনায় পশ্চিম অস্ট্রেলিয়ার এক সৈকতে সৃষ্টি হয়েছে রহস্য আর কৌতূহল।

জানা গেছে, পানির ট্যাঙ্কারের মতো গোলাকার ওই বস্তুর উপরের দিকটি গম্বুজের মতো। বস্তুটির ধাতব শরীর চকচক করছে। ঠিক যেন পিতলের মতো। আর নিচের অংশটি খানিকটা এবড়ো-থেবড়ো। ওই বস্তুটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে গ্রিন হেড সৈকত সংলগ্ন বাসিন্দাদের।

গত সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায় ইতোমধ্যে বস্তুটির রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে প্রশাসন। গ্রিন হেড সৈকতের বাসিন্দারা জানিয়েছেন, বস্তুটি প্রায় আড়াই মিটার চওড়া। দৈর্ঘ্যেও তিন মিটারের মতো। গত শনিবার রাতে বস্তুটি দেখতে সৈকতে ভিড় জমান বাসিন্দারা। জড়ো হয়েছিল শিশুরাও।

বিমান বিশেষজ্ঞ জিওফ্রে থমাস বলেন, বস্তুটি সম্ভবত কোনও রকেটের জ্বালানির ট্যাঙ্ক। গত ১২ মাসে ভারত মহাসাগরের উপর কোনও রকেট ভেঙে পড়েছিল। তার ফলেই ওই বস্তুটি ভেসে এসেছে সৈকতে। অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা জানিয়েছে, কোনও বিদেশি মহাকাশযান থেকে ওই দৈত্যাকার সিলিন্ডারটি পড়েছে।

২০১৪ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ২৩৯ জন যাত্রীকে নিয়ে উধাও হয়ে গিয়েছিল এমএইচ৩৭০ বিমান। সেই বিমানেরই সিলিন্ডার হয়ত ওই বস্তুটি। এমন দাবিও কেউ কেউ করেছেন। তবে বিমান বিশেষজ্ঞ থমাস এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

সংবাদ সূত্রঃ বিবিসি