ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ‘নমামি গঙ্গে’র প্রকল্পকেন্দ্রে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। পুলিশ সদস্য ছাড়াও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পিপালকোটির আউটপোস্ট ইনচার্জ। এছাড়াও আহত হয়েছেন শতাধিক।
আজ বুধবার ১৯ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার গভীর রাতে চামোলি জেলার অলকানন্দা নদীর পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতদের অধিকাংশই ‘নমামি গঙ্গে’ প্রকল্পকেন্দ্রের শ্রমিক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও প্রতিবেদনে বলা হয়।
চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকল্পের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায়। উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজ চলছে। আহতদের হেলিকপ্টারে করে হৃষীকেশ এমসে স্থানান্তরিত করা হচ্ছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।’
উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জানান, পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং পাঁচজন হোম গার্ডসহ ১৫ জন মারা যান। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনাস্থলের একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। তবে তদন্তের পর বিষয়টি বিস্তারিত জানা যাবে।
সংবাদ সূত্রঃ এনডিটিভি